'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
করণ কারকে তৃতীয়া বিভক্তি
Description (বিবরণ) :
প্রশ্ন: 'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন - বাড়িতে কেউ নেই। (আধারাধিকরণ)
বসন্তে কোকিল ডাকে। (কালাধিকরণ)
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। (ভাবাধিকরণ)
Related Question
’পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন?
অপাদনে পঞ্চমী বিভক্তি
কর্মে দ্বিতীয় বিভক্তি
অধিকরণে সপ্তমী বিভক্তি
করণে তৃতীয় বিভক্তি
সম্প্রদানে সপ্তমী বিভক্তি