কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর ' প্রথম প্রকাশিত হয়?

প্রমথনাথ চৌধুরী

ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্যারীচাঁদ মিত্র

দীনবন্ধু মিত্র


Description (বিবরণ) :

প্রশ্ন: কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর ' প্রথম প্রকাশিত হয়?

ব্যাখ্যা: সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।


Related Question

'সংবাদ প্রভাকর' পত্রিকা কার সম্পাদনায় বের হতো?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

শেখ আলীমুল্লাহ

রাজা রায়মোহন রায়

অক্ষয় দত্ত