বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

ব্যাখ্যা:

বাংলা গদ্যের জনক হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেইসব গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা। তিনি বাংলা আধুনিক গদ‍্যের জনক।


Related Question

বাংলা গদ্যের জনক কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উইলিয়াম কেরী

রবীন্দ্রনাথ ঠাকুর

কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?

প্যারিচাঁদ মিত্র

কালীপ্রসন্ন সিংহ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা গদ্যের জনক কে ?

প্রমথ চৌধুরী

বঙ্কিমচন্দ্র

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মুনির চৌধুরী

কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?

চন্ডীচরণ মুন্সী

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রাম রাম বসু

প্রমথ চৌধুরী

বাংলা গদ্যের জনক কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

জুলিয়াস কেরী

বঙ্কিমচন্দ্র

রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা গদ্যের জনক কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

মাইকেল মধুসূদন দত্ত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্যারিচাঁদ মিত্র