'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-
শাহ মুহম্মদ সগীর
দৌলত উজির বাহরাম খান
আলাওল
দৌলত কাজী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-
ব্যাখ্যা:
'সতী ময়না - লোর চন্দ্রানী'র রচয়িতা - দৌলত কাজী।
মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী মুসলিম কবি রচিত "মৈনাসত" (কাব্যটি আসলে 'ঠেট গোহারি' বা একধরনের গ্রাম্য হিন্দি ভাষায় লেখা) নামক কাব্যই ছিল কবি দৌলত কাজীর “সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনায় আদর্শ। এই কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। তবে অনুমান করা হয় ১৬২২ থেকে ১৬৩৮ সালের মধ্যে এই কাব্য রচনা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এই মহাকাব্য সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরন করেন। কবির মৃত্যুর ২০ বছর পরে ১৬৫৯ সালে কবি আলাওল(আনুমানিক ১৫৯৭ - ১৬৭৩) কাব্যের শেষাংশ রচনা করেন।
Related Question
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
১৮১৯ সালে
১৮২৯ সালে
১৮৩৯ সালে
১৮৪৯ সালে
কে সতীদাহ প্রথা রহিত করেন?
লর্ড রিপন
লর্ড মিন্টো
লর্ড ডালহৌসী
লর্ড বেন্টিঙ্ক
সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
লর্ড ক্যানিং
লর্ড রিপন
লর্ড কার্জন
লর্ড বেন্টিঙ্ক
‘সতীশ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
সতি+ ইশ
সতি+ ঈশ
সতী+ ইশ
সতী+ ঈশ
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
১৮২৯ সালে
১৮৩০ সালে
১৮৩১ সালে
১৮৩৯ সালে