কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

অস্ট্রেলিয়া

কানাডা

সাইপ্রাস

মরিসাস


Description (বিবরণ) :

প্রশ্ন: কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

ব্যাখ্যা:

কমনওয়েলথের যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একটি দ্বীপ - মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ - পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েল্‌থ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে।

দেশটি পূর্ব - পশ্চিমে প্রায় ৪০০০ কিমি এবং উত্তর - দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সিডনী বৃহত্তম শহর। দুইটি শহরই দক্ষিণ - পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত।

এখানে পার্লামেন্টেরিও গণতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে যেখানে দ্বিতীয় এলিজাবেথ রানী হিসেবে স্বীকৃত। রানীর প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল থাকেন। প্রতি ৩ বছর সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হয়।


Related Question

কমনওয়েলথের প্রধান কে?

আমেরিকার প্রেসিডেন্ট

ইংল্যান্ডের রানী

ভারতের প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিব

বাংলাদেশ কমনওয়েলথের

৩৪তম সদস্য

৩৩তম সদস্য

৩২তম সদস্য

৩১তম সদস্য

বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে--

১৭ এপ্রিল, ১৯৭১

১৮ এপ্রিল , ১৯৭২

১৯ এপ্রিল, ১৯৭৩

২০ এপ্রিল, ১৯৭৪

বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

৩০ তম

৩১ তম

৩২ তম

৩৩ তম