' পদ্মানদীর মাঝী' উপন্যাসে অংকিত হয়েছে-
কৃষক জীবন
ধীবর জীবন
বৈশ্য জীবন
নারীর জীবন
Description (বিবরণ) :
প্রশ্ন: ' পদ্মানদীর মাঝী' উপন্যাসে অংকিত হয়েছে-
ব্যাখ্যা: ধীবর হিন্দুদের চতুর্বর্ণের অন্তর্ভুক্ত একটি উপবর্ণ। এরা মূলত মৎস্যজীবী সম্প্রদায়। বৈদিক যুগে ভারতে কৃষিজীবী, পশুপালনকারী, শিকারি প্রভৃতি পেশাজীবী মানুষের পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজনও ছিল। বৃহদ্ধর্মপুরাণে বারোটি মধ্যম সংকর শূদ্র বর্ণের মধ্যে ধীবর ও জালিক নামে দুটি মৎস্যজীবী সম্প্রদায়ের উল্লেখ আছে।
Related Question
' পদ্মানদীর মাঝি' কার উপন্যাস ?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদেব বসু