”লাঠালাঠি” কোন সমাস?

প্রাদি সমাস

ব্যতিহার বহুব্রীহি সমাস

তৎপুরুষ সমাস

কর্মধারয় সমাস


Description (বিবরণ) :

প্রশ্ন: ”লাঠালাঠি” কোন সমাস?

ব্যাখ্যা:

লাঠালাঠি ব্যতিহার বহুব্রীহি সমাস।

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তর পদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি।


Related Question

”লাঠালাঠি”---- এটি কোন সমাস?

প্রাদি সমাস

ব্যতিহার বহুব্রীহি সমাস

তৎপুরুষ সমাস

কর্মধারয় সমাস