জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল----

৭১-এর মুক্তিযুদ্ধ

ব্রিটিম বিরোধী আন্দোলন

একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন

এর কোনোটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল----

ব্যাখ্যা:

জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল - একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন।

জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসের পটভূমি কাহলো একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা এ তিনি এ উপন্যাস রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, বরফ গলা নদী।


Related Question

জহির রায়হানের রচনা কোনটি?

তেইশ নম্বর তৈলচিত্র

কর্ণফুলী

বরফগলা নদী

কন্যা কুমারী

নিচের কোনটি জহির রায়হানের রচনা?

পদ্মার পলিদ্বীপ

রুপার কৌটা

রক্তাক্ত প্রান্তর

আরেক ফাল্গুন

কোনটি জহির রায়হানের রচনা?

বরফ গলা নদী

ক্রীত দাসের হাসি

খোয়াবনামা

সারেং বৌ

নিচের কোনটি জহির রায়হানের রচনা?

সংশপ্তক

বিধ্বস্ত নীলিমা

খোয়াব নামা

আরেক ফাল্গুন

কোনটিই নয়

কোনটি জহির রায়হানের রচনা?

বরফগলা নদী

ক্রীতদাসের হাসি

খোয়াবনামা

সারেং বৌ

জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসটির পটভূমি হলো-

'৭১ -এর মুক্রিযুদ্ধ

ব্রিটিশ বিরোধী আন্দোলন

একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন

কোনটিই নয়