বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ হয় -
কম
বেশি
একই
খুবই কম
Description (বিবরণ) :
প্রশ্ন: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ হয় -
ব্যাখ্যা:
তড়িৎ
তড়িৎ বা বিদ্যুৎ হল এক প্রকার শক্তি যা তড়িৎ আধানের স্থিতি বা গতির ফলস্বরূপ সৃষ্টি হয়। চুম্বকত্বের সাথে মিলিত হয়ে এটি একটি মৌলিক ক্রিয়ার জন্ম দেয় যার নাম হল তড়িৎ চুম্বকত্ব। অনেক গাঠনিক ও বাহ্যিক ঘটনার জন্য তড়িৎ দায়ী। যেমন: বজ্রপাত, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ ইত্যাদি। অনেক শিল্প কারখানায় এবং ব্যবহারিক জীবনে এগুলোর প্রভাব বিদ্যমান। ইলেক্ট্রনিক্স এবং তড়িৎ ক্ষমতা এর উৎকৃষ্ট উদাহরণ
Related Question
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ----
একই হয়
বেশি হয়
কম হয়
খুব কম হয়
বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে?
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
আইজ্যাক নিউটন
টমাস আলভা এডিসন
হেনরি ফোর্ড
সাধারণ বৈদ্যুতিক বাল্পের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
নাইট্রোজেন
হিলিয়াম
নিয়ন
অক্সিজেন
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
রূপা
তামা
এলুমিনিয়াম
টাংস্টেন
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয়-
এক কিলোমিটার- ঘন্টায়
এক ওয়াট- ঘন্টায়
এক কিলোওয়াট
এক ওয়াট