দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
বেগুনী
কমলা
লাল
হলুদ
Description (বিবরণ) :
প্রশ্ন: দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
ব্যাখ্যা:
রং হচ্ছে আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য । আমরা সাধারনত যে আলোক বর্ণালী দেখতে পাই, তার মধ্যে সবথেকে ক্ষুদ্র ৪০০ ন্যানোমিটারের আশেপাশে তরঙ্গদৈর্ঘ্যের আলোকে আমরা বেগুনী রং হিসেবে দেখি।