আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত?

কবি

নাট্যকার

দার্শনিক

কথাসাহিত্যিক


Description (বিবরণ) :

প্রশ্ন: আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত?

ব্যাখ্যা:

লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর ৩ পৌষ ১৩০৭ বঙ্গাব্দে বরিশালের লামচারি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সমস্ত জীবন সংগ্রাম করেছেন দারিদ্র এবং অন্ধ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে। তিনি আনুষ্ঠানিক বিদ্যাশিক্ষার সুযোগ পাননি। কিন্তু কঠিন পরিশ্রমে বিদ্যা অর্জন এবং ধর্মীয় মুঢ়তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি অর্জন করেছেন। ‘সত্যের সন্ধান’ (১৯৭৩), ‘সৃষ্টি - রহস্য’ (১৯৭৮) ও ‘স্মরণিকা’ (১৯৮২) তার তিনটি মূল্যবান দার্শনিক গ্রন্থ।