নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ?
দীন বন্ধু মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
মুকুন্দরাম
মালাধার বসু
Description (বিবরণ) :
প্রশ্ন: নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ?
ব্যাখ্যা:
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক - জীবনের মর্মন্তুদ ছবি ‘নীল দর্পণ’ নাটকটিতে প্রকাশিত হয়। গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লঙ। উল্লেখযোগ্য চরিত্রঃ গোলক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ, সাবিত্রী, সরলতা, ক্ষেত্রমণি ইত্যাদি।
Related Question
দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
কলকাতা
ঢাকা
লন্ডন
মুর্শিদাবাদ
’নীল-দর্পণ’ নাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
ঢাকা
কলকাতা
মুর্শিদাবাদ
যশোর