বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?

আলালের ঘরের দুলাল

নববাবু বিলাস

দুর্গেশনন্দিনী

গৃহদাহ


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস আলালের ঘরের দুলাল।

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।

প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।


Related Question

বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?

৫ প্রকার

৪ প্রকার

৩ প্রকার

২ প্রকার

'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------

আরবি ভাষা থেকে

ফরাসি ভাষা থেকে

হিন্দি ভাষা থেকে

উর্দু ভাষা থেকে

জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

স্বস্তি পরিষদের

সাধারণ পরিষদের অধিবেশনে

ইকোসোকে (ECOSOC)

ইউনেসকোতে (UNESCO)