কোনটি উপন্যাস?

খোয়াবনামা

কবর

নেমেসিস

ছাড়পত্র


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি উপন্যাস?

ব্যাখ্যা:

খোয়াবনামা একটি উপন্যাস।

খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে।

একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে। ওই বছরই উপন্যাসটি প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার এবং সাদাত আলী আকন্দ পুরস্কার লাভ করে।


Related Question

কোনটি উপন্যাস?

খোয়াবনামা

আমার অবিশ্বাস

নেমেসিস

ছাড়পত্র

কোনটি উপন্যাস?

নতুন চাঁদ

কন্যাকুমারী

গড্ডলিকা

নেমেসিস

কোনটি উপন্যাস?

নীললোহিত

এইসব দিন রাত্রি

শবনম

নাম রেখেছি কোমল গান্ধার

কোনটি উপন্যাস?

শেষের কবিতা

বলাকা

ডাকঘর

পূরবী

কোনটি উপন্যাস?

নতুন চাঁদ

কন্যা কুমারী

গড্ডালিকা

নেমেসিস