কোনটি মৌলিক পদার্থ?
চিনি
নিয়ন
লবণ
পানি
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি মৌলিক পদার্থ?
ব্যাখ্যা:
নিয়ন মৌলিক পদার্থ।
যে বস্তু কে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হিলিয়াম, নিয়ন, তামা, লোহা ইত্যাদি। অন্যদিকে যে বস্তু কে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন : চিনি, লবণ, পানি ইত্যাদি।
Related Question
কোনটি মৌলিক পদার্থ?
লোহা
ব্রোঞ্জ
পানি
ইস্পাত
কোনটি মৌলিক শব্দ?
মানব
গোলাপ
একাঙ্ক
ধাতব
কোনটি মৌলিক কণিকা ?
অণু
পরমাণু
প্রোটন
নিউট্রন
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
৯১
৮৭
৬৩
৫৯
কোনটি মৌলিক স্বরধ্বনি?
ঔ
ঈ
ঐ
এ
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
51
59
63
87