He was entrusted---the care of his uncle. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

with

at

for

to


Description (বিবরণ) :

প্রশ্ন: He was entrusted---the care of his uncle. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

ব্যাখ্যা:

Entrust অর্থ হলঃ কোন ব্যক্তি/বিষয়/জিনিস রক্ষা করার ক্ষেত্রে কাউকে বিশ্বাস/নিযুক্ত করা।

যাকে বিশ্বাস করা হবে তাকে নির্দেশ করার জন্য to বসবে। অর্থাৎ Sentence এ to এর পরে বিশ্বাসী ব্যক্তি/বস্তু সংক্রান্ত তথ্য থাকবে।

যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে তা নির্দেশ করার জন্য with বসবে। অর্থাৎ যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে Sentence এ with এর পরে সে সংক্রান্ত তথ্য থাকবে।

De - facto (প্রকৃতপক্ষে), they have been entrusted with protecting the brand.

The children were entrusted with the care of their uncle.

The cycle was entrusted to my friend for safekeeping.

He was entrusted with the care of his uncle.