একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

২১০ টাকা

২২০ টাকা

২২৫ টাকা

২৫০ টাকা


Description (বিবরণ) :

প্রশ্ন: একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

ব্যাখ্যা:

কোম্পানিটি,

১ম ১০০০ টাকার ৫% = ৫০টাকা লাভ করেন।

পরবর্তী ৫০০০ টাকার ৪% = ২০০টাকা (প্রতি হাজারে লাভ হয় ৪% হারে ৪০টাকা)

সুতরাং মোট ৬০০০ এ লাভ হবে (৫০ + ২০০) = ২৫০টাকা


Related Question