বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?

১৮ সেন্টিমিটার

২০ সেন্টিমিটার

২৩ সেন্টিমিটার

২৫ সেন্টিমিটার


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?

ব্যাখ্যা:

বাংলাদেশের মৎস্য আইনে ২৩ সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ।

দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।

প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের ( ৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস , ঘনিয়া মাছের পোনা মারা নিষেধ।


Related Question

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

শামীম সিকদার

সৈয়দ আব্দুল্লাহ খালেদ

হামিদুজ্জামান খান

আবদুস সুলতান

বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড

সশ্রম কারাদন্ড

যাবজ্জীবন কারাদণ্ড

জরিমানা

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------

মূল মধ্যরেখা

কর্কটক্রান্তি রেখা

মকরক্রান্তি রেখা

আন্তর্জাতিক তারিখ রেখা