”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

গব + এষণা

গবে + এষণা

গৌ + এষণা

গো + এষণা


Description (বিবরণ) :

প্রশ্ন: ”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ব্যাখ্যা:

”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ গো + এষণা।

এ, ঐ, ও, ঔ কারের পর এ ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : গো + এষণা = গবেষণা, গৈ + অক = গায়ক।