কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
জর্ডান
লেবানন
ইরান
বাহরাইন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
ব্যাখ্যা:
ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়।
আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য
কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া।
Related Question
শুদ্ধ বানান কোনটি?
মূমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষ
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপর, শাকের আঁটি
শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
পাকা পাকা আম
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড়ু উড়ু মন
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়