কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ইসলাম খান

মীর জুমলা

রাজা মানসিংহ

শায়েস্তা খান


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ব্যাখ্যা:

মুঘল সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ।

ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান।

মীর জুমলা ১৬৬০ সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন।


Related Question

কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

বাবর

হুমায়ুন

আকবর

জাহাঙ্গীর

কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ইসলাম খান

রাজা মানসিংহ

মীর জুমলা

শায়েস্তা খান

কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল?

সম্রাট হুমায়ুন

সম্রাট আকবর

সম্রাট জাহাঙ্গীর

সম্রাট আওরঙ্গজেব

কোন মুঘল সুবেদার চট্টোগ্রামের নাম রাখের ইসলামাবাদ?

ইসমাইল খাঁ

রাজা মানসিংহ

মীর জুমলা

শায়েস্তা খাঁ

কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?

কাসিম খান

ইসলাম খান

মীরজুমলা

শায়েস্তা খান