কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

সাদা

কালো

লাল

ধূসর


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

ব্যাখ্যা:

কালো

কালো হল সেসকল বস্তুর রঙ যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন আলো বিকিরণ বা প্রতিফলন করে না। কালো রঙের বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্ক বিশিষ্ট আলো শোষণ করে নেয়। যদিও কখন কখন বর্ণহীন বলতে কালো বলা হয়, তবে ব্যবহারিক অর্থে কালো একটি রঙ, যেমন বলা হয় "কালো বিড়াল"।


Related Question