বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-

মারফোলজি

টেকনোলজি

নিউরোলজি

টপোলজি


Description (বিবরণ) :

প্রশ্ন: বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-

ব্যাখ্যা:

নেটওয়ার্ক টপোলজি (ইংরেজিNetwork Topology) হলো এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট। যেমন - ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট (Layout) বর্ণনা করে থাকে।

বিভিন্ন প্রকার টপোলজিঃ ১) বাস টপোলজি  ২) রিং টপোলজি  ৩) স্টার টপোলজি  ৪) মেষ টপোলজি  ৫) ট্রি টপোলজি ৬) হাইব্রিড টপোলজি।।

 


Related Question

দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

পুনর্বাসন

ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ

দুর্যোগ প্রস্তুতি

দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড

কৃত্রিম শ্বসক্রিয়ার বিভিন্ন উপায় আছে। নিচের কোনটি কৃত্রিম শ্বাসক্রিয়ার উপায় নয়?

সেফার পদ্ধতি

সিলভেস্টার পদ্ধতি

স্ট্র পদ্ধতি

ইভস রকিং পদ্ধতি