ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে?
সপ্তম
ষষ্ঠ
চতুর্থ
Description (বিবরণ) :
প্রশ্ন: ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে?
ব্যাখ্যা:
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৫ম স্থানীয় ভাষা। বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা ২৭ কোটি ৫০ লক্ষ। বাংলা ভাষার উৎপত্তি দেশ বাংলাদেশ ও ভারত। ২০১১ সালের শুমারী অনুযায়ী ভারতে বাংলাভাষী মানুষ রয়েছে ১০ কোটি। ২০১৬ সালের শুমারী অনুযায়ী বাংলাদেশে বাংলাভাষী মানুষ রয়েছে ১৬ কোটি।
Related Question
কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
ফখরুউদ্দিন মোবারক শাহ
শামসুদ্দিন ইলিয়াস শাহ্
জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঈসা খান
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাংলা
হিন্দি
অস্ট্রিক
সংস্কৃত
কানাডার ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
আলবার্টা
কুইবেক
মেনিটোবা
মন্ট্রিল
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাংলা
সংষ্কৃত
হিন্দি
অস্ট্রিক
বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
অস্ট্রিক
দ্রাবিড়
আর্য
অনার্য