বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----

সুন্দরম

লোকায়ত

উত্তরাধিকার

কিছুধ্বনি


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----

ব্যাখ্যা: বাংলা একাডেমি থেকে যে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে 'উত্তরাধিকার' একটি। প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলে ও ১৯৮৩ সালে তা ত্রৈমাসিক করা হয়। বর্তমানে আবারও 'উত্তরাধিকার' মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে, 'লোকায়েত' আবুল কাশেম ফজলুল হক সম্পাদিত পত্রিকা।


Related Question

বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?

বর্ধমান হাউজ

বাংলা ভবন

আহসান মঞ্জিল

চামেলী হাউজ

বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

১৯৫৫ খ্রিস্টাব্দে

১৩৫৫ বঙ্গাব্দে

১৯৫২ খ্রিস্টাব্দে

১৩৫২ বঙ্গাব্দে

১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----

হুমায়ুন আজাদ

আহমদ শরীফ

ওয়াকিল আহমদ

আব্দুল মতিন খান

বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?

বর্ধমান হাউজ

বাংলা ভবন

আহসান মঞ্জিল

চামেলী হাউজ

' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে?

মুহম্মদ আব্দুল হাই

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল হক

আহমদ শরীফ

বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল হক

মুহম্মদ মনসুর উদ্দিন

মুহম্মদ আবদুল হাই