' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
আলালের ঘরের দুলাল
জোহরা
মৃত্যুক্ষুধা
হাজার বছর ধরে
Description (বিবরণ) :
প্রশ্ন: ' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ব্যাখ্যা:
আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন
Related Question
একক অসাধু দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দেয়। যদি কোনো ক্রেতা ঐ দোকানদার থেকে ২৫ কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে, তবে, সে কত কিলোগ্রাম ঠকে?
১ কি. গ্রাম
১.২ কি.গ্রাম
১.২৫ গ্রাম
১.৫ গ্রাম