' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

আলালের ঘরের দুলাল

জোহরা

মৃত্যুক্ষুধা

হাজার বছর ধরে


Description (বিবরণ) :

প্রশ্ন: ' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ব্যাখ্যা:

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন