কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

সে বই পড়ছে

সে গভীর চিন্তায় মগ্ন

সে ঘুমিয়ে আছে

সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

ব্যাখ্যা:

সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন -

আজ এমন ঘুম ঘুমিয়েছি।

এখানে ক্রিয়াপদ ‘ঘুমিয়েছি’, আর কর্মপদ ‘ঘুম’ (কী ঘুমিয়েছি?)। আর এই ‘ঘুমিয়েছি’ আর ‘ঘুম’ দুটি শব্দেরই শব্দমূল ‘ঘুম্’। অর্থাৎ, শব্দ দুইটি একই ধাতু হতে গঠিত (ক্রিয়ার মূলকে ধাতু বলে)। সুতরাং, এই বাক্যে ‘ঘুম’ কর্মটি একটি সমধাতুজ কর্ম। এরকম -

আজ কী খেলা খেললাম। (খেল্)

আর মায়াকান্না কেঁদো না। (কাঁদ্)


Related Question

কোন বাক্যটিতে ভুল নেই ?

দরিদ্রতা অভিশাপ

ফুল দেখতে সৌন্দর্য

ভুল লিখতে ভূল করো না

শনিতে অশনি দেখতে পেলাম

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল

কাজের পরিচয় ফলে বোঝা যায়

ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?

ওকে দিয়ে এ কাজ হবে না

আমি আজ আলবত যাব

হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী

তিনি সৎ,তাই সকলেই তাকে শ্রদ্ধা করে