'গোঁফ-খেজুরে' বাগদারাটির অর্থ কী?

আরামপ্রিয়

উদাসীন

নিতান্ত অলস

পরমুখাপেক্ষী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'গোঁফ-খেজুরে' বাগদারাটির অর্থ কী?

ব্যাখ্যা:

"গোঁফ খেজুরে " বাগধারাটির অর্থ "নিতান্তই অলস"। প্রকৃতপক্ষে গোঁফ খেজুরে শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো - " গোঁফে খেজুর পড়ে থাকলেও খাই না যে"।


Related Question

'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?

আরামপ্রিয়

উদাসীন

নিতান্ত অলস

পরমুখাপেক্ষী

গোঁফ-খেজুরে” কোন অর্থে ঠিক?

অধম

নির্বিকার

অলস

অকর্মণ্য

বাগধারা নির্ণয় করুন : গোঁফ-খেজুরে

আরাম প্রিয়

নিতান্ত অলস

উদাসীন

কোনটি নয়