”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
উপন্যাস
ভ্রমণ কাহিনী
রম্যরচনা
নাটক
Description (বিবরণ) :
প্রশ্ন: ”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
ব্যাখ্যা:
”পদ্মা নদীর মাঝি” মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
তার অন্যান্য উপন্যাস গুলো হলো:
জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি(১৯৩৬), পুতুলনাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (প্রথম খণ্ড) (১৯৪০), শহরতলি (দ্বিতীয় খণ্ড) (১৯৪১), অহিংসা (১৯৪১), ধরাবাঁধা জীবন (১৯৪১), চতুষ্কোণ (১৯৪২), প্রতিবিম্ব (১৯৪৩), দর্পণ (১৯৪৫)
Related Question
”পদ্মা নদীর মাঝিতে” কোন চরিত্রটি নেই?
হোসেন মিয়া
মালা
গণেশ
বাসু
”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
উপন্যাস
ভ্রমনকাহিনী
রম্যরচনা
নাটক