২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে?

সৌদি আরব

বাহরাইন

কুয়েত

সংযুক্ত আরব আমিরাত


Description (বিবরণ) :

প্রশ্ন: ২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে?

ব্যাখ্যা:

২০০২ সালে মধ্যপ্রাচ্যের বাহরাইন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে।

বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত। এর পূর্বে কাতার ও পশ্চিমে সৌদী আরব। সবচেয়ে বড় দ্বীপটিও বাহরাইন নামে পরিচিত এবং এতে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী মানামা অবস্থিত।

বাহরাইনের রাজনীতি একটি সাংবিধানিক রাজতন্ত্র কাঠামোতে সংঘটিত হয়। রাজা শাইখ হামাদ বিন ইসা আল খালিফা সরকার চালানোর জন্য একজন প্রশাসক নিযুক্ত করেন। বাহরাইনের আইনসভা দুই - কক্ষবিশিষ্ট।


Related Question

২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -----

ইয়াসির আরাফাত

জিমি কার্টার

কফি আনান

মাদার তেরেসা

২০০২ সালে মাহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছেন--

ব্র্যাক প্রাণপুরুষ আবেদ

হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম

কবি শামসুর রহমান

ড. ইউনূস

২০০২ সালের 'বিশ্বকাপ ফুটবল' এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়--

কুবে স্টেডিয়ামে

সিউল স্টেডিয়ামে

ইয়োকোহামা স্টেডিয়ামে

ওসাকা স্টেডিয়ামে