মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে ---
সুমেরু
কুমেরু
বিষুব রেখা
দ্রাঘিমা রেখা
Description (বিবরণ) :
প্রশ্ন: মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে ---
ব্যাখ্যা: সুমেরু অঞ্চল বা আর্কটিক (ইংরেজি: Arctic) পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ " ভালুক"। সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর (দক্ষিণতম) প্রান্তে আছে কুমেরু (দক্ষিণ মেরু)।
Related Question
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় ---
কুমেরু
বিষুব রেখা
সুমেরু
দ্রাঘিমা রেখা