'লীগ অব নেশনস'-এর জন্ম ---

১৯১৯ সালে

৯১২১ সালে

১৯২২ সালে

১৯২৪ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: 'লীগ অব নেশনস'-এর জন্ম ---

ব্যাখ্যা: ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার মধ্য দিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’। ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়। সংস্থাটি থেকে সরে দাঁড়ায় জার্মানি, জাপান, ইতালি, স্পেনসহ আরো কিছু দেশ। সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধও এড়াতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে ১৯৪৬ সালে সংস্থাটির বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর স্থলাভিষিক্ত হয় জাতিসংঘ।


Related Question

"লীগ অব নেশনস " প্রতিষ্ঠা হয় কবে?

১৯২০ সালে

১৯৭১ সালে

১৯৪৫ সালে

১৯১১ সালে

'লীগ অব নেশনস' প্রতিষ্ঠিত হয় কবে?

১৯২০ সালে

১৯৭১ সালে

১৯৪৫ সালে

১৯১১ সালে