'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
কানাডা
ফ্রান্স
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
Description (বিবরণ) :
প্রশ্ন: 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
ব্যাখ্যা: রয়টার্স( ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা । এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয়।
Related Question
রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
কানাডা
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
ফ্রান্স
রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
রাশিয়া
ইংল্যান্ড
যুক্তরাষ্ট্র
গ্রিস