একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

দ্বিগুণ

তিনগুণ

চারগুণ

পাঁচগুণ


Description (বিবরণ) :

প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

ব্যাখ্যা:

মনে করি, সরলরেখাটির দৈর্ঘ্য x মি.

এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল x² বর্গ মি.

সরলরেখাটির অর্ধেকের (1/x) " = x²/4 "

x² ÷ (x²/4)

= x²× (4/x²)

= 4 গুণ।


Related Question