নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবষ্যার চাঁদ, আকাশ কুসুম
আকাশে তোলা, আষাঢ়ে গল্প
অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
ব্যাখ্যা:
'অহি - নকুল সম্বন্ধ' এবং 'আদায় - কাঁচকলায়' বাগধারাটির অর্থ শত্রুতা। সুতরাং এই বাগধারা দুটি সর্বাধিক সামাচ্যবাচক।
Related Question
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ?
বকধার্মিক- বিড়াল তপস্বী
মণিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
অন্ধের যষ্টি- অন্ধের নড়ি