পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে--

অলুক সমাস

রূপক সমাস

নিত্য সমাস

প্রাদি সমাস


Description (বিবরণ) :

প্রশ্ন: পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে--

ব্যাখ্যা:

পূর্বপদ এর উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে প্রাদি সমাস। যেমন - প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন, পড়ি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ।


Related Question

যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---

নিত্য সমাস

প্রাদি সমাস

দ্বন্দ্ব সমাস

অলুক সমাস

যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে?

নিত্য সমাস

প্রাদি সমাস

দ্বন্দ সমাস

অলুক সমাস

পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ---

বহুব্রীহি সমাস

দ্বন্দ্ব সমাস

কর্মধারয় সমাস

তৎপুরুষ সমাস

যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

নিত্য সমাস

অলুক সমাস

প্রাদি সমাস

দ্বন্দ্ব সমাস

যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে ----

নিত্য সমাস

অলুক সমাস

দ্বন্দ্ব সমাস

দ্বিগু সমাস