ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

টিএসপি

ইউরিয়া

পটাশ

অ্যামোনিয়া


Description (বিবরণ) :

প্রশ্ন: ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

ব্যাখ্যা:

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানার আসল নাম ‘ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড’। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়। এ সার কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস।


Related Question

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

টিএসপি

ইউরিয়া

পটাশ

এমোনিয়াম সালফেট

ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?

ইউরিয়া

টিএসপি

পটাশ

অ্যামোনিয়াম সালফেট

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ----

ইউরিয়া

টিএসপি

অ্যামোনিয়া

সালফেট

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

এমপি

টিএসপি

কম্পোস্ট

ইউরিয়া

কোনোটিই নয়