'সওগত' -- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
মোহাম্মদ নাসির উদ্দিন
সিকানদার আবু জাফর
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সওগত' -- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ব্যাখ্যা:
'সওগত' - - পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়নে) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়।
১৯২১ সালের মার্চ - এপ্রিল (১৩২৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা চালু ছিল। এরপর ১৯২৬ সালে (১৩৩৩ বঙ্গাব্দ) সওগাত - নবপর্যায় নামে পুনরায় প্রকাশ হয়। ১৯৩০ সাল (১৩৩৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল।
১৯৫০ এর পর থেকে তিন বছর পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হয় নি। এরপর ১৯৫২ - এর নভেম্বর/ডিসেম্বর (অগ্রহায়ণ ১৩৫৯ বঙ্গাব্দ, অগ্রহায়ণে) থেকে ঢাকা থেকে পত্রিকা প্রকাশিত হতে থাকে।