Fill in the gap: I Shall____the work before I leave my office.

finish

have finished

finished

be finishing


Description (বিবরণ) :

প্রশ্ন: Fill in the gap: I Shall____the work before I leave my office.

ব্যাখ্যা:

ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall have / will have + v3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future indefinite tense হবে। আবার before এর আগে এবং after এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indefinite।