'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

সিকানদার আবু জাফর

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ আবদুল হাই

সৈয়দ আলী আহসান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ব্যাখ্যা:

সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার এবং সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল এর সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত নাটক হলো - নবার সিরাজউদ্দৌলা।


Related Question

' সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন -----

বিনয় ঘোষ

সিকান্‌দার আবু জাফর

মোহাম্মদ আকরম খাঁ

তফাজ্জল হোসেন

' সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

মোহাম্মদ আকরম খাঁ

তফাজ্জল হোসেন

মোহাম্মদ নাসিরউদ্দীন

সিকান্দার আবু জাফর

'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়-

করাচি থেকে

কলকাতা থেকে

ঢাকা থেকে

পাটনা থেকে

'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সুকুমার রায়

আবদুল কাদির

সিকানদার আবু জাফর

”সমকাল” পত্রিকার সম্পাদক-

কাজী আবদুল ওদুদ

আবুল ফজল

সিকান্‌দার আবু জাফর

শামসুর রাহমান

সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?

রাজা রামমোহন রায়

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সিকান্দার আবু জাফর

আলাউদ্দিন আল আজাদ