আলোয় আঁধার দূর হয়। --এই বাক্যে 'আলোয়' পদটি কোন কারকের উদাহরণ?
অপাদান
করণ
সম্প্রদান
অধিকরণ
Description (বিবরণ) :
প্রশ্ন: আলোয় আঁধার দূর হয়। --এই বাক্যে 'আলোয়' পদটি কোন কারকের উদাহরণ?
ব্যাখ্যা:
আলোয় আঁধার দুর হয়। এখানে, আলোয় - করণ কারকে ৭মী। কারণ,
করণ শব্দটির অর্থ - যন্ত্র সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কীসের, দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। এখানে, যদি প্রশ্ন করা হয় "কী উপায়ে " আঁধার দূর হয়, তাহলে উত্তর পাওয়া যাবে আলো। তাই সঠিক উত্তর : করণ কারক।
Related Question
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
'আলোয় আঁধার কাটে' -বাক্যে 'আলোয়' কোন কারক?
অধিকরণ
অপাদান
সম্প্রদান
করণ
"আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
কর্তায় ৭মী
একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে?
হলুদ
নীল
কালো
সাদা
'আলোয় আঁধার কাটে' এই বাক্যে আলোয় কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে
অপাদানে ৭মী
করণে ৭মী
কর্তায় সপ্তমী