অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?

জমি থেকে বাড়ি দেখা যায়

তিনি বইটি কিনে এনেছেন

লোকটি হঠাৎ লাফ দিল

ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে


Description (বিবরণ) :

প্রশ্ন: অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?

ব্যাখ্যা:

অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন:

পঞ্চমী বিভক্তি: জমি থেকে বাড়ি দেখা যায়।


Related Question

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল

কাজের পরিচয় ফলে বোঝা যায়

ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

অধিকরণ কারকের উদাহরণ কোনটি?

তিলে তৈল আছে

দুধ থেকে ঘি হয়

তিল থেকে তেল হয়

মেঘ থেকে বৃষ্টি হয়

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

বুলবুলিতে ধান খেয়েছে

গোয়ালে গরু আছে

সৎপাত্রে কন্যা দান কর

পরাজয়ে ডরে না বীর

কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

লোকে কিনা বলে

তুমি যে আমার কবিতা

গগণে গরজে মেঘ ঘন বরষা

জলে বাষ্প হয়

অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?

আমার আহারে রুচি নাই

আগামীকাল বাড়ি যাব

আকাশ মেঘে আচ্ছন্ন

কাজে অবসর নিলাম

অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

সারারাত বৃষ্টি ছিল।

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।

বাড়ি খেকে নদী দেখা যায়।

ভোরে সূর্য উঠে।