সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। --এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?

বিশেষণ

সর্বনাম

বিশেষ্য

অব্যয়


Description (বিবরণ) :

প্রশ্ন: সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। --এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?

ব্যাখ্যা:

সৌন্দর্য সকলই আকর্ষণ করে। এখানে সৌন্দর্য বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য পদ। কারণ,

যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। প্রদত্ত বাক্যটিতেও তাই হয়েছে। তাই সৌন্দর্য বিশেষ্য পদ।