প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি?

লাইলী মজনু

শ্রীকৃষ্ণকীর্তন

চর্যাপদ

পদ্মাবতী


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি?

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিস্কৃত হয়। চর্যাপদের পুঁথিগুলো ১৯১৬ সালে ' বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুই পা এবং সবচেয়ে বেশি পদ রচনা করনে কাহ্ন পা (১৩টি) । অন্যদিকে মধ্যযুগের কাব্যগ্রন্থ লাইলী মজনু , শ্রীকৃষ্ণকীর্তন ও পদ্মাবতীর রচয়িতা হলেন যথাক্রমে - দৌলত উজির বাহরাম খান , বড়ু চণ্ডীদাস ও আলাওল।


Related Question

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

নিরঞ্জনের রুষ্মা

দোহাকোষ

গুপিচন্দ্রের সন্ন্যাস

ময়নামতির নাম

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?

শ্রীকৃষ্ণকীর্তন

চর্যাপদ

মনসামঙ্গল

বৈষ্ণব পদাবলী

উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

কাহুপাদ

লুইপাদ

শান্তিপাদ

রমনীপাদ