জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ কোনটি?

বিষের বাঁশি

মানসী

রাখালী

চিত্রা


Description (বিবরণ) :

প্রশ্ন: জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ কোনটি?

ব্যাখ্যা: পল্লিকবি জসীমউদ্দিনের (১৯০৩ - ১৯৭৬) প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭), । তার উল্লেখ্যযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ : 'নকশী কাঁথার মাঠ' 'বালুচর ' ,সোজন বাদিয়ার ঘাট' ধানখেত' 'হাসু' 'মাটির কান্না' 'সকিনা। অন্যদিকে 'বিষের বাঁশী 'কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান কাব্য এবং প্রথম নিষিদ্ধ গ্রন্থ। মানসী ও চিত্রা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।


Related Question

জসীমউদ্‌দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

তত্ত্ববোধিনী পত্রিকা

ধূমকেতু

কল্লোল

কালি ও কলম

কোনটি জসীমউদ্‌দীনের নাটক?

রাখালী

মাটির কান্না

বেদের মেয়ে

বোবা কাহিনী

জসীমউদ্‌দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?

নকশী কাঁথার মাঠ

সোজনবাদিয়ার ঘাট

সকিনা

রাখালী

জসীমউদ্‌দীনের নাটক--

বেদের মেয়ে

রাখালী

মাটির কান্না

বোবা কাহিনী

জসীমউদ্‌দীনের নাটক কোনটি?

রাখালী

বেদের মেয়ে

মাটির কান্না

বোবা কাহিনী

জসীমউদ্‌দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

সোজন বাদিয়ার ঘাট

বালুচর

রাখালী

নক্সীকাঁথার মাঠ