ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

১৭৬৮ সালে

১৭৬৯ সালে

১৭৭০ সালে

১৭৭২ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

ব্যাখ্যা:

১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজদের কাছে পরাজিত হন। তখন থেকেই এ দেশে ব্যাপক সম্পদ লুণ্ঠন করতে থাকে ইংরেজরা। ১৭৬৫ সালে ইংরেজরা দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা - বিহার - উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলার নবাবের হাতে থাকে নামে মাত্র প্রশাসনিক ক্ষমতা। রাজস্ব আদায় এবং আয় - ব্যয়ের হিসাব থাকে ইস্ট ইন্ডিয়া কম্পানির কাছে। ফলে যে শাসনব্যবস্থার সৃষ্টি হয় ইতিহাসে তা দ্ব্বৈত শাসন নামে পরিচিত। ক্ষমতাহীন নবাবের প্রশাসনিক শাসনে ইস্ট ইন্ডিয়া কম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন শুরু করে। এর ওপর দেখা দেয় অনাবৃষ্টি। এতে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বাংলায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষটি ইংরেজি ১৭৭০ (১১৭৬ বঙ্গাব্দে) হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।


Related Question

'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

বাংলা ১৭০৬ সালে

বাংলা ১১৭৬ সালে

বাংলা ১৩৭৬ সালে

ইংরেজি ১৭০৬ সালে

বাংলার ' ছিয়াত্তরের মন্বন্তর' --এর সময় কাল :

১৭৭০ খ্রিস্টাব্দ

১৭৬০ খ্রিস্টাব্দ

১৭৬৫ খ্রিস্টাব্দ

১৭৫৬ খ্রিস্টাব্দ

'ছিয়াত্তরের মন্বন্তর' নামক দুর্ভিক্ষ কত সালে ঘটে?

বাংলা ১১৭৬ সনে

বাংলা ১২৭৬ সনে

বাংলা ১৩৭৬ সনে

বাংলা ১৪৭৬ সনে

'ছিয়াত্তরের মন্বত্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

বাংলা ১০৭৬ সালে

বাংলা ১১৭৬ সালে

বাংলা ১৩৭৬ সালে

বাংলা ১৮৭৬ সালে

ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

১৭৭০ সালে

১৭৭৬ সালে

১৭৭৭ সালে

১৭৭৮ সালে