”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?
রশীদ হায়দার
জাহানারা ইমাম
এম. আর আখতার মুকুল
সেলিনা হোসেন
Description (বিবরণ) :
প্রশ্ন: ”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?
ব্যাখ্যা: চরমপত্র' খ্যাত লেখক প্রাবন্ধিক এম আর আখতার মুকুল রচনা করনে 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫) ।রশীদ হায়দার রচিত গ্রন্থ - অন্ধ কথামালা (১৯৮২), অসমবৃক্ষ (১৯৮৭) । জাহানারা ইমাম রচিত গ্রন্থ - একাত্তরের দিনগুলি (১৯৮৬) । সেলিনা হোসেন রচিত গ্রন্থ - হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি।
Related Question
”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?
বদরুদ্দিন উমর
মাসুদা ভাট্টি
এম.আর. আখতার মুকুল
মেজর রফিকুল ইসলাম