ইউরোপের প্রবেশদ্বার ---
ভিয়েনা
ব্রাসেলস
ভেনিস
গ্রিস
Description (বিবরণ) :
প্রশ্ন: ইউরোপের প্রবেশদ্বার ---
ব্যাখ্যা:
ইউরোপের প্রবেশদ্বার হলো ভিয়েনা।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।
Related Question
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----
ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
ইউরোপের একটি দেশের অভিবাসীদের দিনেমার বলা হয়। দেশটির নাম কি?
স্পেন
নেদারন্যাল্ড
পর্তুগাল
ডেনমার্ক
ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
স্কটল্যান্ড
আয়ারল্যান্ড
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
বেলজিয়াম
ফ্রান্স
জার্মানী
ফিনল্যান্ড
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?
আম্মান
বাকু
ইস্তাম্বুল
এথেন্স
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
বেননেভিস
মাউন্ট ব্ল্যাঙ্ক
মাউন্ট এভারেস্ট
কিলমানজারো