'প্রিন্সেস ডায়না' কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়?
ইউরো টানেল
আর্লবার্গ
রস্কো
আলমা ডি টানেল
Description (বিবরণ) :
প্রশ্ন: 'প্রিন্সেস ডায়না' কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়?
ব্যাখ্যা:
১৯৯৭ সালের আগস্ট মাসের ৩১ তারিখে রাত সাড়ে বারোটার কাছাকাছি সময়ে মার্সিডিজ এস - ২৮০ ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের অ্যালমা ব্রিজের নিচে টানেলের পিলারে সজোরে আঘাত হানে। সে গাড়িতেই ছিলেন তর্কযোগ্যভাবে গত শতাব্দীর সবচাইতে বিখ্যাত রাজবধূ প্রিন্সেস ডায়না। ছিলেন ডায়ানার দেহরক্ষী ট্রেভর জেনিস।
সেই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ট্রেভর জেনিস ছাড়া কেউ প্রাণে বাঁচেনি।