পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?

১০টি

১২টি

১৩টি

১৫টি


Description (বিবরণ) :

প্রশ্ন: পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?

ব্যাখ্যা:

দশম শতাব্দীর পরবর্তীকালে চট্টগ্রাম অঞ্চলের উপর শাসন কর্তৃত্ব নিয়ে প্রথমে ত্রিপুরা রাজের সাথে আরাকান রাজের এবং দ্বাদশ শতাব্দীর পরবর্তীকাল থেকে ত্রিপুরা, আরাকান ও গৌড়বঙ্গের মধ্যে ত্রিমুখী যুদ্ধ বিগ্রহাদি সংঘটিত হয়।

ত্রিপুরাদের পর পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বী চীনা - তিব্বতি ভাষা পরিবারের অন্তর্গত মঙ্গোলয়ড ১৪টি জাতিগোষ্ঠী এখানে ইতিহাসের বিভিন্ন সময়ে এই অঞ্চলে এসে বসবাস শুরু করে।

প্রধান তিনটি সম্প্রদায় - চাকমা, ত্রিপুরা এবং মারমাসহ সাড়ে ১৫ লক্ষ (২০১১ সালের পরিসংখান) জনসংখ্যা বসবাস করছে। এরা ছাড়াও আছে তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখো, ম্রো, খিয়াং, বম, খুমি, চাক, গোর্খা, অসমীয়া, সাঁওতাল এবং বিপুল সংখ্যক বাঙালি(৪৫%)।